দ্য লোনলি ট্রি উইথদাওয়াট বার্ডস : ফ্লায়িং ইনসাইড হার সোল

তুমি কি জানো একটা হৃদয়ে কতগুলি প্রলেপ থাকে?
কতগুলি দুঃখ পোড়ালে একটা হৃদয় গঠিত হয় তুমি কি জানো, প্রভু? দিগ্বিদিক দিকেরা ফিকে হয়ে আছে দূরে,  ঠিক মেঘলা কফিনের কাছে স্থির, পড়ে আছে বিগত সূর্যের লাশ—


কবি আদিত্য আনাম 

দ্য লোনলি ট্রি উইদাউট বার্ডস ; ফ্লাইং ইনসাইড হার সোল 
  • ক্যাটাগরি :  কবিতা
  • ধরণ :  গদ্য কবিতা
  • প্রকাশনী :   শব্দমিছিল
  • প্রকাশকাল :  এপ্রিল, ২০২০
  • মোট পৃষ্টা :   ২৪
  • ফরম্যাট :   পিডিএফ, ইবুক




https://drive.google.com/file/d/1rh3GxW7mXHJlE1Kc_w7tc3Gt8Z7_satr/view


বইটির প্রকাশ প্রসঙ্গে লেখকের মন্তব্য : [ ফেসবুক থেকে নেওয়া ]

সাম্প্রতিককালে লেখা কিছু কবিতা থেকে ২০টা কবিতা বাছাই করলাম। একটা পিডিএফ বই করবো; যারা আমার লেখা পড়েন এবং নতুন লেখা পড়ার অপেক্ষায় থাকেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার এবং আমার কবিতার/লেখার খোঁজ-খবর রাখেন তারা নিশ্চয় পুলকিত হবেন।

সময়টা ভালো যাচ্ছে না, না কারোরই ভালো যাচ্ছে না (হয়তো নির্দ্বিধায় বলা যায়)। আমরা এইভাবে বেঁচে থাকতে অভ্যস্ত নই—আমাদের জীবন-যাত্রা গতিশীল, আমাদেরকে অনেক অনেক পরিশ্রম করতে হয় সামান্য ভালো থাকবার জন্য—কারণ আমরা একটি গরীব দেশের নাগরিক এবং কাজ-ই যেহেতু জীবনকে সচল, সজীব ও গতিশীল রাখে সেহেতু কাজের বিকল্প কাজ ছাড়া কিছু নেই। 

কিন্তু 'কোভিড-১৯' আমাদেরকে যেন থামিয়ে দিয়েছে, গোটাল বিশ্বকে থমকে দিয়েছে; যেন গোটাল পৃথিবীটা একটা বৃহৎ জেলখানা আর প্রতিটা বাড়ি যেন একেকটা সেল আর আমরা কয়েদি; আমরা কি আসলেই কয়েদি? অপরাধী? -হ্যাঁ, আমরা আসলেই কয়েদি, আমরা আসলেই অপরাধী। আমরা প্রকৃতির অনেক অনেক সর্বনাশ করে ফেলেছি, ক্ষতি করে ফেলেছি আর আমাদের অপরাধের শাস্তি/প্রতিশোধ স্বয়ং প্রকৃতিই নিচ্ছে। 

যাহোক, এই দুঃসময় হয়তো কেটে যাবে (দ্রুত কেটে যাক প্রত্যাশা করি)। যে বইটা প্রসঙ্গে বলছিলাম, বইটার নাম 'দ্য লোনলি ট্রি উইথাউট বার্ডস; ফ্লাইং ইনসাইড হার সোল [The Lonely Tree Without Birds; Flying Inside Her Soul], 

বইটা বাংলা কবিতার বই কিন্তু নামটা ইংরেজি কেন! অনেকের মনে হতে পারে হওয়াটা স্বাভাবিক, আসলে বইটার নাম এইটাই হওয়া উচিত বইটা পড়ার পর মনে হবে আর ভাষা তো ভাষা-ই হোক তা বাংলা, আরবি, ইংরেজি, হিন্দি; আপাতত ভাষা নিয়ে কোনো মাথাব্যথা নেই আর যেহেতু টুকটাক ইংরেজি আর বাংলা ভাষা ছাড়া অন্যকোন ভাষা আয়ত্তে নেই সেহেতু এই দুটো'র সংমিশ্রণেই বইটা লেখা। ভবিষ্যতে যদি আরো ভাষা শিখতে পারি আমি তবে সবগুলো ভাষাকে একটা রেখায় টেনে এনে বা মিলিত করে আমি কবিতা লিখবো। 

আপনারা যারা পড়তে ইচ্ছুক তারা আমাকে ই-মেইল অ্যাড্রেসটা দিয়ে রাখুন/রাখবেন, বইয়ের কাজ সম্পূর্ণ শেষ হলে আপনাদের পাঠাবো আর হ্যাঁ যারা কবিতা ভালোবাসে, পছন্দ করে বইটা তাদের সাথে শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন যেহেতু পড়ার অধিকার সকলেরই আছে এবং কেউ বঞ্চিত না হোক 'পড়া/পাঠ' থেকে। 

___________________________
আদিত্য আনাম 
২৩-০৪-২০২০ইং
সিরাজগঞ্জ

জনপ্রিয় পোস্টসমূহ