সানোয়ার রাসেলের কবিতা

Google Drive Direct Download Link Generator Script for Blogger
Click on Download button
If it's not downloaded automatically, Please Try Again & Click to Re-Download. And IF Again not able to Download Please Inform via the Contact Form page of this blog.

 

Durdin Magazine


এই গোধূলি মন খারাপের আলোয়

 

*

আজকে না হয় না-ই বা গেলে ফিরে

এই গোধূলি―

মন খারাপের আলোয়

তার চে চলো এই গোপাটের ধারে

বসে দু'জন দেখি একই সাথে

ঘরের দিকে ফেরা হাঁসের সারি

 

আজকে না হয় না-ই বা গেলে বাড়ি

দেখবে চলো কেমন মাঠের থেকে

রাখাল ছেলে ফিরছে পাজন হাতে

দূরের ছায়া সারা গায়ে মেখে

উড়িয়ে ধুলো ফিরছে গরুর পালে

 

আজ যেও না দোহাই তোমার লাগে

মোটেই তুমি পাও না কি ভয় মেয়ে

ফেরার পথে মস্ত ফ্যাসিবাদী

কিংবা শ্বাপদ ওৎ পেতে রয় যদি

কিংবা ধরো ভয়াল কোন আইন

ফাঁদ পেতে রয় তোমায় তুলে নিতে

 

আজকে না হয় না-ই বা গেলে ফিরে

এই গোধূলি ফুরিয়ে গেলে পরে

লেবুর ফুলে জ্বলবে জোনাক যখন

তোমায় আমি গান শোনাবো না হয়

আকাশ ধোয়া জোছনা চাঁদের মতন

কসম খোদার আজ যেও না ফিরে

তাকিয়ে থাকা লুটেরাদের ভীড়ে

যে ভীড় খেয়ে শেষ করেছে সব

ভোটের মানুষ― মানুষের উৎসব

শেষ করেছে উচ্চকিত গলা―

শেষ করেছে সাহস― কথা বলা―

শেষ করেছে তোমার মতো নারী―

শেষ করেছে গুম আর খুনের মাতম- আহাজারি

সে ভীড় ঠেলে কেমন করে আমি

ফিরতে তোমায় দেই বলো নিশ্চিতে

কত মানুষ হারিয়ে গেলো জানো

মতপ্রকাশের রঙিন জামা নিতে

 

আজকে না হয় না-ই বা গেলে ফিরে

এই গোধূলি―

মন খারাপের আলোয়

আমার সাথেই বাঁচো ভালোয় ভালোয়

 

হু হু

 

*

কে যেন ঢুকিয়ে দেয় অসীম এক হু হু

বুকের ভেতরে

আর বলে

লিখে ফেলো সমস্ত যন্ত্রণা―

অক্ষরে অক্ষরে যাবতীয় না-বলার সাক্ষ্য হোক জমা

চলে যাওয়া লিউদের কদমরেখার ধুলোগুলি

হাতড়ে হাতড়ে দেখি খুঁজে

পাই যদি এমন অক্ষর―

যা দিয়ে গড়তে পারি সাধের অমৃতসর― কবিতানগর

মানুষের অতিরেক বিবিধ মানুষ

হা হা করে হেসে ওঠে প্রেতের মতন

হাড়ের চাদর গায়ে বিবর্ণ চাঁদ এক ফালি

এঁকে দেয় আকাশের শূন্যতা

নক্ষত্রের কাছে যাই দু'হাত বাড়িয়ে

হায়! কবে মরে ভূত হয়ে গেছে সব

মিছে মরীচিকা―

ফিরে এসে দেখি ফের বুকের ভেতরে

শব্দ নেই, নেই অক্ষর―

অক্ষম চিৎকার এক

বিরাজিত মস্ত এক হু হু

সমস্ত বুক জুড়ে একা একা একা বাস করে

 

 

অতীতা

 

*

বৃক্ষের গায়ে কোকিলের অভিযোগ জমা হচ্ছে

বিকেলের নৈঃশব্দে ডুবে যাচ্ছে আলোর আওয়াজ

এমনকি বটগাছের পাতাগুলো পর্যন্ত আশ্চর্য স্থির

পাহাড়ের পিছনে একপাল সাদা মেঘ নীরবে ডুবে যাচ্ছে

 

শষ্যের শীষগুলো নুইয়ে দিয়ে হামাগুড়ি মেরে উঠে আসছে অন্ধকার

বিস্তীর্ণ মাঠে পুরাতন ঝিঁঝিঁগুলো আঁচড় কাটছে নীরবতার ক্যানভাসে

তোমার লাল ওড়না তপ্ত বাতাসের সিঁড়ি বেয়ে ক্রমশ উঠে যাচ্ছে

গ্রীষ্মের উত্তপ্ত শ্বাস আমার সর্বাঙ্গে ছড়িয়ে

 

নিকুঞ্জ কুটিরে জ্বলছিলো যে অনুজ্জ্বল আলোকশিখা

কোনও এক কালোজাদুকর নিভিয়ে দিচ্ছে হাতের ইশারায়

অন্ধকার ঘরে ফুঁসে উঠছে সাপ ফোঁস ফোঁস

একটা ক্লেদ বুকের বাতাস হয়ে চলে যাচ্ছে দূর ভবিষ্যতে

 

এখন আর নেই কোন হাওয়া

এখন রাত্রি শুধু নক্ষত্রবিহীন

 

অবহেলা

 

*

কে লেখাও তুমি আমারে দিয়া

আইতালি বাইতালি

আগরুম বাগরুম

কে নাচো তুমি আমার আঙ্গুলে

বেদনার মুদ্রা হইয়া তা তা থৈ থৈ

কে তুমি বসত কর আমার চউক্ষে

ইনসমনিয়া হইয়া

সময়ের চাল বাছো কাড়া আকাড়া

তুমি তো হইতে পারতা সুমধুর গান

আমার গলায়

তুমি তো হইতে পারতা যাদুকাটা নদীর লাহান

ঢেউয়ের ছলকে যেই নদী

রমণীরে ভিজায়া ফালায়

কে তুমি আমার বুকে বসো

এক বুক শূন্যতা হইয়া

কে তুমি আমারে ফালাইয়া যাও

কখনও নিলা না লগে লইয়া

আমি তো পথের পাশে ফুটি

জঙলি ভাঁটফুলের মতো

তুমি তো হেলায় ভাঙ্গো ডাল

তারপরে চইলা যাও নিজ মনে নিজ পথ ধরে

কখনও দেখ না চাইয়া

ভাঙ্গা ডালে হৃদয়ের ক্ষত

আমারে পাইয়া কুল দাসী

হাউস মতো কর খেলা

আমি তো নিজের মনে বুনি

সুতার নকশীতে

আয়ুর চাদ্দরে অবহেলা

 

বৃষ্টির দিন

 

*

পাতার মতো ঝরে যাচ্ছে বিরল সুখগুলো

জীবনের দমকা হাওয়ায়

বোঝা যায়

এখনই বৃষ্টি নামবে

আমি আছি বৃষ্টির অপেক্ষায়

 

অতঃপর বৃষ্টি নেমেছে তুমুল

জলের ছিটে ছিটকে ছিটকে আসছে বারান্দায়

চাই না ভিজতে তবু আমাকে ভেজায়

 

দুলে যাচ্ছে এ হৃদয় গেয়ে যাচ্ছে গান

সুপারি গাছের মতো দোদুল্যমান

 

ভেজা আজানের সুর

ভেসে ভেসে দূরে যায় চলে

কচুর পাতার রূকু

গুনাহের মতো টুপটাপ ঝরে যায়

জলে জলে ফোঁটায় ফোঁটায়

 

হেলেঞ্চা এঁকে যাচ্ছে দুই চোখে সবুজের স্তুপ

একটা নতুন বাড়ি

খালি গায়ে বৃষ্টির জল খাচ্ছে খুব

 

পাকাপথে মিটমিট করছে কি আকাশের তারা?

একটি ছাতার তলে হেঁটে যায় দুজনায়

এমন বৃষ্টিদিনে কোনখানে যাচ্ছে তাহারা?

 

 


 

 

 





লেখক পরিচিতি : 



সানোয়ার রাসেল

জন্ম- ১৯ জুলাই ১৯৮৪

ময়মনসিংহ

 

প্রকাশিত বই-

 

কাব্য-

তবুও বসন্ত

নিমগ্ন পঙক্তিমালা

ভাঁটফুল ও ভালোবাসার কাব্য

অন্ধ মুসাফির

 

গল্পগ্রন্থ-

প্রতিপ্রহরের গল্প

প্রায় সব চরিত্র কাল্পনিক



মন্তব্যসমূহ